মধ্য এপ্রিলে ভারত আবারও পাকিস্তানে হামলা করবে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি।
রবিবার ‘নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদনের’ বরাতে তিনি এই কথা জানান।
তিনি বলেন, ভারত আবারও পাকিস্তানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ১৬ থেকে ২০ তারিখের মধ্যে ভারত এই হামলা করতে পারে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে নিজেদের শঙ্কার কথা জানিয়েছে পাকিস্তান।
ফেব্রুয়ারির ১৪ তারিখ কাশ্মীরে এক সন্ত্রাসী হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪০ জন সদস্য নিহত হন। এরপরই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা শুরু হয়।
পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র দাবি করে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ভারত। এতে অসংখ্য জঙ্গি নিহত হওয়ার দাবি জানায় নয়াদিল্লি। যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করে।
ভারতের হামলার পরদিন তাদের একটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান এবং একজন পাইলটকে আটক করে। পরবর্তীতে অভিনন্দন নামের ওই পাইলটকে ছেড়ে দেয়ার মাধ্যমে শান্তির আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।