The news is by your side.

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামেই থাকছে মদ্যপানের ব্যবস্থা

0 233

 

প্রতিটি ফুটবল বিশ্বকাপেই স্টেডিয়ামের ভেতর দর্শকদের জন্য মদ্যপানের ব্যবস্থা থাকে। কিন্তু এবার কাতার বিশ্বকাপে দেশটির সংস্কৃতির জন্য তা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। অবশেষে মদ্যপানে অভ্যস্ত দর্শকদের জন্য আয়োজকরা নিজেদের নিয়মে ছাড় দিচ্ছে। আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপের সময় ফ্যান জোন এবং লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোতে শুধু মদ বা অ্যালকোহল পাওয়া যাবে। যা নিয়ে বেশ সমালোচনা হয়। তাই তোপের মুখে পড়ে স্টেডিয়ামের ভেতরেও মদ্যপানের ব্যবস্থা করে দেবে কাতার।

খাতের জানিয়েছেন অন্য সব বিশ্বকাপের মতই সবই থাকবে কাতারে, ‘স্টেডিয়ামের ভেতরে মদের ব্যবস্থা থাকবে। অন্য যেকোনো বিশ্বকাপের মতো করেই আমরা আয়োজনটা করতে যাচ্ছি। এই বিবেচনায় এটা থাকা (মদ) খুব স্বাভাবিক।’

খাতের জানান, সব রকম সংস্কৃতির মানুষকে আতিথেয়তা দেওয়ার চিন্তায় এগুচ্ছেন তারা, ‘সব ধরনের মানুষের কথাই আমরা ভাবছি। দর্শক, সংবাদকর্মী, ম্যাচ পরিচালনাকারী। আমাদের বিশ্বাস বিশ্বকাপ তাদের দারুণ অভিজ্ঞতা দেবে। আমরা চাই সবাই অসাধারণ বিশ্বকাপ হিসেবেই একে মনে রাখুক।’

কাতারে আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। দেশটির আটটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে ৩২টি দল। সেনেগাল ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। একই দিন স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকোয়েডরের। এর পরদিনই ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।

Leave A Reply

Your email address will not be published.