The news is by your side.

পিবিআই প্রধানের বিরুদ্ধে বাবুল আক্তারের অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0 186

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার যেসব অভিযোগ করেছেন, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই এ বিষয়টি পরিষ্কার হবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা আছে।‘

শনিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তা তদন্তের পরই বোঝা যাবে। তদন্তের পরই আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

তিনি বলেন, স্ত্রী হত্যায় অভিযুক্ত বাবুল আক্তার খুব চতুর মানুষ। আদালতে তার দেয়া অভিযোগের কোনো সত্যতা আছে কী না, খতিয়ে দেখা হচ্ছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিজিপিকে প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এই ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে বলেও জানান তিনি।

আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরও বাংলাদেশে গুলি বা বোমা এসে পড়লে আন্তর্জাতিকভাবে অভিযোগ জানানো হবে বলে জানান, আসাদুজ্জামান খান।

Leave A Reply

Your email address will not be published.