The news is by your side.

ক্ষমতার দ্বন্দ্বের গল্প বলবে মনিরত্নমের ‘পোন্নিয়ান সেলভান’

0 186

 

খুব শীঘ্রই আসছে দক্ষিণী পরিচালক মণিরত্নমের নতুন ছবি ‘পোন্নিয়িন সেলভান’। ছবির চাকচিক্য, যুদ্ধের চাল দেখে অনুরাগীরা মনে করছেন এ ছবি ‘বাহুবলী’-কে চ্যালেঞ্জ জানাতে পারে। ছবিতে পাজুভোরের রানি নন্দিনীর বেশে আসবেন ঐশ্বর্য রাই বচ্চন। ছবিতে শাড়ি আর গা ভর্তি গয়নায় দেখা যাচ্ছে তাঁকে। তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির জনপ্রিয় উপন্যাস ‘পন্নিইন সেলভান’ অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের প্রেক্ষাপট ধরা পড়বে এই ছবিতে। কার্যত দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের সময়কালে পরিবারের উত্তরসুরিদের অন্তর্দ্বন্দ্বের ফলে যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছিল, তাই তুলে ধরা হবে এই ছবিতে। তামিল, হিন্দি, তেলুগু, মালায়লম, কন্নড় ভাষায় ‘পোন্নিয়িন সেলভান’ এর প্রথম পর্ব মুক্তি পেতে চলেছে। এই ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন থাকবেন দ্বৈত ভূমিকায়। একদিকে যেমন দর্শকরা তাঁকে দেখবেন রাজকন্যা নন্দিনীর চরিত্রে তেমনই আবার মন্দাকিনী দেবীর চরিত্রেও ধরা দেবেন তিনি ৷ প্রায় বছর চারেক বাদে বড় পর্দায় ফিরতে চলেছেন মিসেস বচ্চন ৷ শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফান্নে খান’ ছবিতে ।

ছবিতে আদিত্য করিকালানের ভূমিকায় অভিনয় করবেন বিক্রম, কার্তিকে দেখা যাবে ভান্থিয়াথেন চরিত্রে, তৃশা ফুটিয়ে তুলবেন কুন্দ বাইয়ের চরিত্র আর অন্যদিকে রবিকে দেখা যাবে অরুণমোঝি বর্মনের চরিত্রে ৷

মোট পাঁচটি ভাষায় মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ হিন্দি, তামিল, তেলুগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৷ আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷

Leave A Reply

Your email address will not be published.