The news is by your side.

জয়ার নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’ 

0 153

 

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘জয়া আর শারমিন’।  অনেক আগেই ফেসবুকে জানিয়েছিলেন জয়া।  নাম জানালেন বৃহস্পতিবার রাতে।  প্রকাশ করেছেন সিনেমার পোস্টার।

সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই, আর শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের জনপ্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার। পরিচালনা করেছেন ‘হাসিনা আ ডটার্স টেল’খ্যাত পরিচালক পিপলু আর খান।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সিনেমার পোস্টার শেয়ার করে জয়া লেখেন, ‘অবশেষে, জয়া আর শারমিন।

দুজন নারীর অচেনা ভুবনের ছবি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’

তিনি আরও লেখেন, “আমি জয়া ‘জয়া’ চরিত্রে আর থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন ‘শারমিন’ চরিত্রে।  ওর জন্য আমার শুভকামনা। আমাদের এই যাত্রায় আপনাদের সবাইকে শুভেচ্ছা।’

সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনও জানাননি জয়া। সিনেমাটি প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপল বক্স, আবু শাহেদ ইমনের বক্স অফিস মাল্টিমিডিয়া এবং জয়ার প্রতিষ্ঠান সি তে সিনেমা।

 

Leave A Reply

Your email address will not be published.