The news is by your side.

 ‘কৃষ ফোর’ ছবির জন্য নতুন পরিচালক খুঁজছেন হৃত্বিক

0 154

 

 

নিন্দুকরা বলেন বাবা রাকেশ রোশনের ছবিতে অভিনয় করলেই, হৃত্বিকের কপালে সুপারহিট জোটে। কথাটা যে একেবারে মিথ্যে তা নয়। কারণ, হৃত্বিকের ট্র্যাক রেকর্ডে নজর রাখলে দেখবেন রাকেশ রোশনের পরিচালিত ছবি অর্থাৎ ‘কহো না প্যার হ্যায়’, ‘কোই মিল গয়া’, ‘কৃষ’ই সবচেয়ে বেশি হিট।

এই নিয়ম এবার পাল্টাতে চলেছে। বাবার প্রতি ভরসা হারাচ্ছেন হৃত্বিক। তাই ‘কৃষ ফোর’ তৈরি করার দায়িত্ব নিজেই কাঁধে তুলে নিয়েছেন হৃত্বিক রোশন। না, হৃত্বিক পরিচালনা করবেন না। বরং নিজেই কোমর বেঁধে নেমে পড়েছেন ‘কৃষ ফোর’ ছবির জন্য পরিচালক খুঁজতে।

হৃত্বিক জানিয়েছেন, বাবার বয়স হয়েছে। তাঁর পক্ষে ছবি পরিচালনা করা সম্ভব নয়। তাই ‘কৃষ ফোরে’র জন্য চাই নতুন পরিচালক।

বলিউড এখন বয়কট বিতর্কে বিদ্ধ। আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’, তাপসী পান্নুর ‘দোবারা’ ছবিকে বয়কট করা নিয়ে তুমুল শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বক্স অফিসেও এই ছবি গুলোর দশা একেবারে বেহাল। অন্যদিকে, ছবি মুক্তির আগেই বয়কট বিতর্কে ঢুকে পড়েছে আলিয়া-রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ এবং হৃত্বিক ও সইফের ‘বিক্রম ভেদা’।

এই বিতর্ক, শোরগোলের মাঝেও বুধবার টিজার প্রকাশ্যে এনে সবার নজর কেড়ে নিল ‘বিক্রম ভেদা’। সইফ ও হৃত্বিকের এই ছবির টিজারই বুঝিয়ে দিল বহুদিন পর সিনেপর্দায় কোমর বেঁধে নামতে চলেছেন হৃত্বিক রোশন!

টিজারটি একেবারেই অ্যাকশনে ভরা। ঝলক দেখে যা বোঝা যাচ্ছে, এই ছবির গল্প ভাল ও মন্দের লড়াই। শুধু তাই নয়, জানা গিয়েছে, জনপ্রিয় লোককথা বিক্রম-বেতালের গল্পের আদলেই এই ছবির গল্প এগোবে। যেখানে সইফকে দেখা যাবে পুলিশের ভূমিকায় আর অন্যদিকে হৃত্বিক খলনায়ক! পুলিশের হাতে পরে একেক সময় একেক গল্প শোনাবে। তারপরে পুলিশের চোখে ধুলো দিয়ে হৃত্বিক চম্পট।

ইতিমধ্যেই এই টিজার দেখে হৃত্বিক অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু। হৃত্বিকের নতুন অবতার চমকে দিয়েছে সবাইকে। অনেকেই বলছে, বহুদিন পর এই ছবির মধ্যে দিয়েই হৃত্বিক পকেটে পুরবেন হিট। ছবিটি মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর।

 

Leave A Reply

Your email address will not be published.