The news is by your side.

নটীর বায়োপিকে বিনোদিনী হলেন রুক্মিণী

0 164

 

পরনে গেরুয়া বসন। খোলা চুল। কপালে কাটা তিলক। গায়ে গেরুয়া উত্তরীয়, কণ্ঠী। রয়েছে পৈতেও। মঞ্চে নটি বিনোদিনীর পোজেই দু-হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র।

সিনেমার নাম- ‘বিনোদিনী: একটি নটির উপাখ্যান।’ আগে অবশ্য নটি বিনোদিনীর চরিত্রে সানি লিওনির অভিনয় করার কথা ছিল। পরিচালক রামকমল খোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তাও এগিয়েছিল। তবে পরবর্তীতে এই ঐতিহাসিক চরিত্রের জন্য বঙ্গকন্যা রুক্মিণী মৈত্রকেই শেষমেশ বেছে নেন রামকমল। গত একবছর ধরে নটি বিনোদিনীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিও নিচ্ছেন অভিনেত্রী। শিখতে হচ্ছে নাচ, মঞ্চাভিনয়। সোমবারই নটির ভূমিকায় দেখা গেল রক্মিণীকে।

মোশন পোস্টারে নস্ট্যালজিয়া উসকে দিল ঐতিহাসিক স্টার থিয়েটারের ঝলক। যে থিয়েটার কিনা বাংলার বহু ইতিহাসের সাক্ষী-স্তম্ভ।

বিনোদিনী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে গিরীশ ঘোষ, অমৃতলাল, জ্যোতিন্দ্রনাথ, রামকৃষ্ণ, কুমার বাহাদুর এবং রঙ্গবাবুর মতো চরিত্রদেরও দেখা যাবে। তবে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি।

প্রযোজনায় মুম্বইয়ের অ্যাসটের্ড মোশন পিকচারসের পাশাপাশি, প্রমোদ ফিল্মস, সূরজ শর্মা। উপস্থাপক দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ক্যামেরার দায়িত্বে মধুরা পালিত। মিউজিকের দায়িত্বে নীল। নটি বিনোদিনীর মোশন পোস্টার ডিজাইন করে তাক লাগিয়ে দিয়েছেন একতা ভট্টাচার্য।

বলিউড ডেবিউ ইতিমধ্যেই সেরে ফেলেছেন। তাও আবার বি-টাউনের হ্যান্ডসাম হাঙ্ক তথা অ্যাকশন মাস্টার বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে। এবার টলিউডেও ছক্কা হাঁকালেন রুক্মিণী মৈত্র। অভিনয় করছেন নটি বিনোদিনীর বায়োপিকে। এহেন ঐতিহাসিক চরিত্রে অভিনয় যে রুক্মিণীর কেরিয়ারের অন্যতম মাইলফলক হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Leave A Reply

Your email address will not be published.