সাংস্কৃতিক প্রতিবেদক
কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের অন্তিম বিদায়ে ফুল হাতে শ্রদ্ধা জানাতে এসেছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দেশ বরন্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জোট নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন- জোটের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চিএনায়িকা রোজিনা, চিএনায়িকা অরুনা বিশ্বাস, দিলারা ইয়াসমিন, চিত্রপরিচালক শাহ আলম কিরণ, চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, প্রচার সম্পাদক মীজানুর রহমান, চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, রাজ সরকার, চিত্রপরিচালক দেলোয়ার জাহান, ঝন্টু , চিত্রপরিচালক মুশফিকুর রহমান গুলজার,চিত্র প্রযোজক আমানসহ জোট নেতৃবৃন্দ ।
শ্রদ্ধা নিবেদন শেষে জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা বলেন, গাজী মাজহারুল আনোয়ারের শূন্যতা কোন দিনই পূরণ হওয়ার নয়।
বাংলা সংগীতের জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য ; তিনি যে অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন তা জাতি চিরদিন মনে রাখবে।