স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের মত জাহির করতে ভয়-ডরহীন। নিজের পরিশ্রমের যোগ্য সম্মান না পাওয়ায় চটলেন স্বস্তিকা। পাশাপাশি প্রশ্ন রাখলেন বাঙালি কি আজও কোণঠাসা বলিউডে?
মুম্বাইয়ের নামী চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা সমালোচক তরন আদর্শ মঙ্গলবার টুইটারে নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘কালা’র ঝলক শেয়ার করেন। পরিচালক অনভিতা দত্তের এই ছবির সঙ্গে অভিনয় জগতে পা রাখছেন ইরফান খান পুত্র বাবিল খান। তার বিপরীতে রয়েছেন তৃপ্তি ডিমরি।
বাবিল ও তৃপ্তির নাম অভিনেতাদের তালিকায় উল্লেখ করেন তরন। তবে সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। অথচ এই ছবিতে বাবিল-তৃপ্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকাও। এই দ্বিচারিতা মেনে নিতে পারেনি বাঙালি অভিনেত্রী। ফুঁসে ওঠেন তিনি।
মুম্বাইয়ের চলচ্চিত্র বিশেষজ্ঞ টুইট, রি-টুইট করে রীতিমতো বিদ্রুপের ছলে স্বস্তিকা লেখেন, ‘‘স্যার, আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘কালা’ সিনেমাটি আমারও। আমি মুম্বাইয়ের বাসিন্দা নই ঠিকই, তবে ২২ বছর ধরে কাজ করছি। এত বড় বড় তারকাদের মধ্যে আমার নামটিও যদি একটু উল্লেখ করে দেন খুবই কৃতজ্ঞ থাকব। আগাম ধন্যবাদ।’’
টলিউডের প্রথম সারির নায়িকা স্বস্তিকা এখন বলি-পাড়ারও পরিচিত নাম। ‘পাতাল লোক’, ‘দিল বেচারা’-র মতো ওয়েব সিরিজ কিংবা ছবি রয়েছে তার ঝুলিতে। তবুও বলিউডে যেন খানিক অবহেলিত এই অভিনেত্রী! পরে যদিও নিজের ভুল শুধরে নেন ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ। কিন্তু তাতেও রাগ কমেনি স্বস্তিকার। তরণ আদর্শ অপর এক টুইটে স্বস্তিকার নাম উল্লেখ করেন, পাশাপাশি জানান, ‘বিষয়টি আমার নজরে আনবার জন্য ধন্যবাদ’।
উত্তরে স্বস্তিকা লেখেন, ‘স্যার আমি তো আর জিরো সাইজের নই যে নজরে আসিনি। আর নেটফ্লিক্স ইন্ডিয়া নিঃসন্দেহে কাস্টের তালিকা পাঠিয়েছে। বাঙালি বলেই নজরে এলাম না, তবে চিন্তা নেই। আপনি ভুলতে থাকুন, আমি মনে করাতে থাকব।’