The news is by your side.

কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: ডিজি র‍্যাব

0 233

কক্সবাজার অফিস

র‌্যাব মহাপরিচালক  আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাদক নির্মূলে র‌্যাব নিরলস ভৃমিকা রাখছে। মাদক সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই অতি অল্প সময়ে তার নির্মূল সম্ভব নয়, এজন্য প্রলম্বিত অপারেশন প্রয়োজন। তবে  চেয়ে  আগের  কক্সবাজার বর্তমান পরিস্থিতি অনেক ভালো।

আইন-শৃঙ্খলা বাহিনী ও দেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে কাজ করে মাদকের ডিমান্ড ও সরবরাহ বন্ধ করতে হবে। আর এজন্য র‌্যাব নিরলসভাবে  কাজ করে যাচ্ছে।

সোমবার  ‘অপরাধকে না বলুন’ শীর্ষক র্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক  বলেন, সন্ত্রাসী, জলদস্যু ও জঙ্গিদমনেও র‍্যাব গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করা হয়েছে। দেশ এখন জঙ্গিমুক্ত। জঙ্গীবাদ মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল।

কর্মশালায় উপস্থিত ছিলেন- র‌্যাব ১৫ অধিনায়ক লেঃ কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, টুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, হোটেল সাইমন এর পরিচালক মাহবুবুর রহমানসহ হোটেল-মোটেলের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেলাই প্রশিক্ষন সহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা নারী-পুরুষ।

Leave A Reply

Your email address will not be published.