সম্প্রতি টুইটার অ্যাকাউন্টে নিজের একটি নাচের ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। আর তাতে নিজেই সানা মারিনকে উল্লেখ করে লিখেছেন, ‘নাচতে থাকুন’। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনোর প্রতি সংহতি জানিয়ে তিনি এ ছবি পোস্ট করেছেন বলে জানিয়েছেন।
হিলারি ক্লিন্টন যে ছবি পোস্ট করেছেন, তাতে সকলের মধ্যেই তাঁকে নাচতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ছবিটি ২০১২ সালের। সে সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। এবং হিলারি ক্লিন্টন ছিলেন সেক্রেটারি অব স্টেট। সে সময়ই কলম্বিয়ায় ঘুরতে গিয়ে একটি ক্লাবে নেচেছিলেন হিলারি। পার্টিতে নাচের জন্য সানা মারিনের উদ্দেশে যে কটাক্ষ ভেসে এসেছে, তার প্রতিবাদ করেই এই ছবি দিয়েছেন হিলারি। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “জিঞ্জার রজার্স সব কিছু করেছিলেন যা ফ্রেড অ্যাস্টায়ার করেছিলেন। তিনি শুধু হাই হিলে করেছিলেন।” এর পরই তিনি লিখেছেন, “এটা আমি কারটাজেনাতে। তখন আমি সেক্রেটারি অব স্টেট ছিলাম।” এর পরই ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দেশে লিখেছেন, “নেচে যাও সানা মারিন।”
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী খুব দ্রুত এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে টুইট করে লিখেন, ‘আপনাকে ধন্যবাদ হিলারি ক্লিনটন।’ আবার সেখানে একটি হার্টের ইমোজিও দিয়েছেন তিনি।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস হওয়ার পর অনেক সমালোচক বলেছেন, একজন প্রধানমন্ত্রী হিসেবে এমন আচরণ ঠিক নয়। কিন্তু এখন হিলারি ক্লিনটনসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও ফিনিশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুষ্ঠানে নাচার অধিকারের পক্ষে কথা বলছেন।
বন্ধুবান্ধব ও ফিনল্যান্ডের অভিনয় জগতের স্টারদের সঙ্গে সানা মারিনের ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনা ধেয়ে এসেছিল তাঁর দিকে। তখন তিনি বলেছিলেন, “আমি এক জন মানুষ। আমিও আনন্দ, মজা করতে চাই।” কোনও কাজের দিনে তিনি অনুপস্থিত থাকেননি বলেও জানিয়েছিলেন। সেই পার্টিতে মাদক ব্যবহারের অভিযোগ ওঠে মারিনের বিরুদ্ধে। যদিও মারিন সাফ জানিয়েছিলেন, মদ্যপান করলেও মাদক সেবন করেননি। পরে ওই পার্টিতে দুই মহিলার স্তন অনাবৃতের ভিডিয়ো ছড়ানোর পর ক্ষমা চেয়েছিলেন মারিন।
৩৬ বছর বয়সী বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন বলেছেন, মাঝে মাঝে নিজের ইচ্ছের বাধ খুলে ফেলা গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষ। আমারও মাঝে মাঝে এই কালো মেঘের মধ্যে আনন্দ, আলো ও মজা করতে ইচ্ছে হয়। আমি আমার দায়িত্ব (প্রধানমন্ত্রী হিসেবে) অবহেলা করে একটি দিনও নষ্ট করিনি।’
এদিকে নাচের ভিডিও ফাঁস হওয়ার পর সান্না মারিন অবশ্য ক্ষমা চেয়েছেন।