বাংলাদেশে চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। সরকারিভাবে যেখানে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়েছে ৮.১ শতাংশ। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানেই বাংলাদেশের চলতি অর্থবছরে প্রবৃদ্ধির এই সম্ভাব্য হার তুলে ধরা হয়।
দেশের অর্থনীতিতে দুর্বলতা ব্যাংকিং খাত বলেও বিশ্বব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হযেছে। সেই সাথে রাজস্ব লক্ষমাত্রার চেয়ে কম হওয়াসহ নানা দুর্বলতার কথা উল্লেখ করা হয়েছে।
তবে একদিন আগেই জিডিপির প্রবৃদ্ধি ৮ শতাংশ হতে পারে বলে আভাস দেয় আরেক দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বুধবার এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ জিডিপিরে প্রবৃদ্ধির হার সম্পর্কে এমন আভাস দেন।