The news is by your side.

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ

রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখলেন জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত

0 254

 

কক্সবাজার অফিস

রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিশেষ দূত নোয়েলিন হেজার।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের পৌঁছেন তিনি। প্রথমে তিনি রেজিষ্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর তিনি ই-ভাউচার সেন্টার, উইমেন মাল্টিপারপাস সেন্টার, রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টারসহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় তিনি পৃথকভাবে রোহিঙ্গা যুবক, নারী, শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈঠক করবেন।

জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূতের সফর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের সাথে কথা বলেন ইউএনএইচসিআর-এর মুখপাত্র পোর্টিলা রেজিনা।

তিনি জানান, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে জাতিসংঘ।

Leave A Reply

Your email address will not be published.