The news is by your side.

বোল্ড ড্রেসে রুক্মিণী মৈত্র! ফ্যানেদের মুখে ‘আই লভ ইউ’

0 176

রুক্মিণী মৈত্র-  টলিউডের জনপ্রিয় মুখ। কিশমিশ ছবিতে তাঁর অভিনয় দেখার পর বেশ প্রশংসা করেছেন সবাই। এমনকী অনুরাগীরা তো তাঁকে দেখেই প্রেমে পড়েছেন। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যাচ্ছে রুক্মিণী মৈত্রকে।

অসাধারণ ড্রেসে নিজের লুকের ছবি শেয়ার করছেন রুক্মিণী। আর প্রত্যেক আউটফিটেই চমৎকার দেখাচ্ছে তাঁকে। নিজের ইনস্টাগ্রামে একটি সিকুইন জাম্পস্যুটে রুক্মিণী মৈত্র ছবি শেয়ার করেছেন। আর এই আউটফিটে তাঁর হটনেস ছিল দেখার মতো!

কখনও  শাড়ি বা কখনও পশ্চিমী পোশাক, সব ধরনের আউটফিটেই চমক দিয়েছেন রুক্মিণী। অভিনেতার দেবের সঙ্গে তাঁর প্রেমকাহিনি আজ কারও অজানা নয়। এমনকী একসঙ্গে ফটোশ্যুটও করেছেন তাঁরা। সে যাই হোক, এই ফটোশ্যুটে রুক্মিণী একাই আছেন। চমৎকার একটি জাম্পস্যুট পরে তিনি ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। আর এক একটি পোজই প্রচণ্ড হট, তাঁর কিলার লুক দেখে সবার চোখ প্রায় ছানাবড়া!

দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। এতটাই অপূর্ব দেখাচ্ছে যে, অনুরাগীরা তো লিখেই বসেছেন “আই লভ ইউ!”

রুক্মিণী মৈত্রর এই আউটফিটে রয়েছে ডিজাইনার অসীমা বেহলের লেবেল। চমৎকারভাবেই ডিজাইন করা হয়েছে এই জাম্পস্যুটটি। মাথা থেকে পা পর্যন্ত একটি কালার টোনই ধরে রাখা হয়েছে। মনোটোনে বেশ ভালো লাগছে তাঁকে। এরকম একটি আর্দি টোনের আউটফিট পরার পরেও কিন্তু কোনওভাবেই তাঁর হটনেস কমেনি!

বেইজ টোনের জাম্পস্যুটে সেই রঙেরই সিকুইন ওয়ার্ক করা হয়েছে। যা এতে শিমারি এফেক্ট যোগ করেছে। আর এই জাম্পস্যুটটি ফুল স্লিভ, তবে তার জন্য হটনেস একটুও কম হয়নি। পা পর্যন্ত এই জাম্পস্য়ুটে দারুণ স্টাইলিং করেছেন অভিনেত্রী। সবথেকে আকর্ষণীয় এই জাম্পস্যুটের নেকলাইন।

ডিপ প্লাঙ্গিং নেকলাইন যোগ করা হয়েছে এই জাম্পস্যুটে। যা বেশ সেক্সি! এই ধরনের নেকলাইন ক্যারি করার জন্য আত্মবিশ্বাসের প্রয়োজন। কিন্তু রুক্মিণী এই নেকলাইন সম্পূর্ণ এক্সপোজ করেননি, বরং এখানে একটি ইনার যোগ করা হয়েছে। যা ড্রেসটিকে অত্য়ন্ত রিভিলিং না করেও একটি স্টাইলিশ টাচ দিয়েছে।

ক্লাসিক ককটেল জুয়েলারিতে তাঁকে সুন্দর মানিয়েছে। চুল খোলাই রেখেছেন রুক্মিণী মৈত্র। স্লিক হেয়ার নজর টানছে! মেকআপেও নিউট্রাল টোন ধরে রেখেছেন রুক্মিণী মৈত্র। তাঁকে এতটাই অপূর্ব দেখাচ্ছে যে, অনুরাগীরা তো লিখেই বসেছেন “আই লভ ইউ!”

অসাধারণ মেকআপও করেছেন তিনি। ন্যুড টোন ধরে রেখেছেন মেকআপে। যদিও রয়েছে একটি গ্ল্যাম টাচআপ। আইল্যাশকে হাইলাইট করেছেন। ম্যাট লিপস্টিকে ঠোঁটের সৌন্দর্য দেখার মতো।

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.