The news is by your side.

সাকিব যখন অধিনায়ক তখন কোচ কে,  তাতে কিছু যায়-আসে না : পাপন

0 152

 

কয়েকদিন আগে সাকিব আল হাসানের কাছে টি-টোয়েন্টি অধিনায়কত্ব তুলে দিয়েছে বাংলাদেশ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি এই ফরম্যাটে নেতৃত্ব দেবেন তিনি।

তার ওপর কতটা ভরসা করে দল, এর প্রমাণই যেন মিলল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়।

আজই টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধরন শ্রীরাম। এই ফরম্যাট থেকে কোচ রাসেল ডমিঙ্গোকেও হয়তো সরানো হবে।

বিসিবি সভাপতির মতে, সাকিব যখন অধিনায়ক তখন কোচ কে তাতে খুব একটা কিছু যায়-আসে না। আজ গুলশানের নিজের বাসভবনে তিনি বলেন, ‘সাকিব যখন অধিনায়ক হয়, তখন কে কোচ বা অন্য কোনো কিছু ইস্যু হয় না। সেরা একাদশ সেই-ই ঠিক করে। তবে অবশ্যই হয়ত কোচের সাথে আলোচনা করে। কিন্তু কোচও প্রাধান্য দেয় অধিনায়ককেই। ‘

নবনিযুক্ত টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম সম্পর্কে জানতে চাইলে পাপন বলেন, ‘শ্রীরামকে তো দেখিইনি এখনও। ওর সঙ্গে কথা না হলে তো বুঝতে পারব না। শ্রীরামকে তো সামনাসামনি কেউ দেখিনি। কোচ বা টেকনিক্যাল কনসালটেন্টে হিসেবে কিছু জানি না। আমরা ওকে আনছি, ২১ তারিখ আসবে, ২২ তারিখ ওর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটুকু আপনাদের আবার বলতে পারি, ও হেড কোচ না; টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ‘

Leave A Reply

Your email address will not be published.