নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার সম্ভাবনা রয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আশা করছি আগামী মাস থেকে জিনিসপত্রের দাম কমবে। এর কিছু চিহ্ন দেখছি। চাল, তেল, লবণ, ডালের দাম প্রথম যেভাবে তরতরিয়ে বাড়ছিল এখন সেরকম আর বাড়ছে না। বিশ্ব বাজারে এসব জিনিসপত্রের দাম নামছে। এই ঢেউ আমাদের এখানে লাগতে একটু সময় লাগে।
শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আমরা কোনো আবদ্ধ জনগোষ্ঠী নই। মানুষের জন্য রাষ্ট্র, মানুষের জন্য আমরা আইন করব।’ শুক্রবার দুপুরে সুনামগঞ্জ কালীমন্দিরে জন্মাষ্টমী উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘সংখ্যালঘু শব্দ আমরা ব্যবহার করি না। যদিও আমরা অস্বীকার করি না। বাস্তবিক কারণে আমাদের এটি ব্যবহার করতে হয়। আমরা সবাই বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। আইনকানুন যা হবে সময়ের তালে তালে পরিবর্তন হবে।