The news is by your side.

Novak Djokovic : ২৪তম গ্র্যান্ডস্লাম, যুক্তরাষ্ট্র ওপেন জিতে নতুন রেকর্ড জকোভিচের

0 113

দানিল মেদভেদেভকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন নোভাক জকোভিচ। ২৪তম গ্র্যান্ডস্লাম। ২০২১ সালের ইউএস ওপেনের ফাইনালে রুশ তারকার কাছে হেরে গেলেও এদিন কোনও বেগ পেতে হয়নি বিশ্বের একনম্বর টেনিস তারকাকে।

স্ট্রেট সেটেই মেদভেদেভকে উড়িয়ে দেন। ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬, ৬-৩। বছরের শেষ গ্র্যান্ডস্লাম জিতে মার্গারেট কোর্টকে ছুঁয়ে ফেললেন জকো। ৩৬ বছর বয়সে নতুন এক কীর্তির মালিক হলেন সার্বিয়ান তারকা। আগেই রজার ফেডেরার, রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন।এবার পুরুষ, মহিলা নির্বিশেষে সবথেকে বেশি সিঙ্গলস গ্র্যান্ডস্লাম জয়ী মার্গারেট কোর্টকে ছুঁলেন। পরের বছর তাঁকে ছাপিয়ে টেনিসের ইতিহাসে সর্বকালের সেরা হওয়ার হাতছানি রয়েছে জকোভিচের।

দু’বছর আগে এই আর্থার অ্যাশ স্টেডিয়ামেই ফাইনালে মেদভেদেভের কাছে হারেন। এদিন সেই বদলাও নিলেন। প্রথম সেটের শুরুতেই প্রতিপক্ষের সার্ভিস ভাঙেন। দাঁড়াতেই দেননি মেদভেদেভকে। ৬-৩ এ প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে ম্যাচে ফেরার চেষ্টা করেন মেদভেদেভ। সেট গড়ায় টাইব্রেকারে। ১ ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে দ্বিতীয় সেটও জেতেন জোকার।

গ্র্যান্ডস্লামের ইতিহাসে প্রথম দুটো সেট জিতে গেল সার্বিয়ানকে হারানো প্রায় অসম্ভব। এত বছরের কেরিয়ারে প্রথম সেট জেতার পর মাত্র একবার হেরেছেন। সেমিফাইনালে কার্লোস আলকারেজকে হারালেও জকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি মেদভেদেভ। তৃতীয় সেটেও রুশ প্রতিপক্ষকে উড়িয়ে দেন। উইম্বলডন বাদ দিয়ে এই বছরে তিনটে গ্র্যান্ডস্লাম জিতলেন জকো।এই জয়ের পর নোভাক জকোভিচ আবার বিশ্ব টেনিসের এক নম্বর স্থান ফিরে পাবেন।

 

Leave A Reply

Your email address will not be published.