The news is by your side.

সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ তফছিরের শোকসভা অনুষ্ঠিত

0 185

নিজস্ব প্রতিবেদক

সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ তফছিরের শোকসভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক গণতান্ত্রিক প্রগতীশীল, গণতান্ত্রিক ছাত্রসংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে শুক্রবার রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়াতনে বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সভাপতি হোসাইন আহমেদ তফছিরের শোক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলামস সুজন। সভা পরিচালনা করেন খান আসাদুজ্জামান মাসুম। বক্তব্য রাখেন – সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি খালেকুজ্জামান লিপন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সামসুল আলম সজ্জন, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি আবু নাসের অনিক, বাংলাদেশ ছাত্রলীগের(জাসদ) সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, জাতীয় ছাত্র দলের সাবেক সভাপতি প্রকাশ দত্ত , জাতীয় ছাত্র ঐক্যের সাবেক সভাপতি জুয়েল আহমেদ খান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানবেন্দ্র দেব, সমাজবাদী ছাত্র জোটের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাসুম উদ্দীন, ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, ছাত্রলীগের(জাসদ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক ছাত্রনেতা আকরামুল হক, মহিউদ্দিন আহমেদ, সোহেল আহমেদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, ছাত্র ফ্রন্টের সাবেক সভাপতি ইমরান রুম্মন, জাসদ ছাত্র লীগের সাবেক সভাপতি শামসুল আলম সুমন, আহসান হাবীব শামীম, শাহজাহান সাজু, ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ, ছাত্রলীগ-বিসিএলের সভাপতি গৌতম শীল প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, সাবেক ছাত্রনেতা হোসাইন আহমেদ তফছির স্কুলে পড়ার সময় সামরিক শাসক এরশাদের মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্রআন্দোলনের মাধ্যমে ছাত্ররানীতিতে যুক্ত হন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গঠিত গণজাগরন মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে ভুমিকা রেখেছেন। তফছির আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনার অধিকারী ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ছিলেন, গণতন্ত্র ও সমাজপ্রগতির লড়াইয়ে ছিলেন নির্ভিক। মেহেনতী মানুষের ভাগ্যপরিবর্তনের সমাজ বদলের সংগ্রামে আপোষহীন ছিলেন। হোসাইন আহমেদ তফছিরের অকাল মৃত্যু আমরা আমাদের সংগ্রামের একজন সাথীকে হারালাম।

উল্লেখ্য, জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ও গনজাগরন মঞ্চের সংগঠক, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির আজ ১৬ জানুয়ারি রাত ১২:৩০টায় বাক্ষ্মনবাড়িয়ার সরাইল উপজেলার নিজবাড়ীতে হার্ট এ্যাটাকে মৃত্যুবরন করেন।

Leave A Reply

Your email address will not be published.