The news is by your side.

বিমান দুর্ঘটনায় মৃত্যু হবে বুঝে ইনস্টাগ্রামে বুরকুর শেষ বার্তা ‘চিরবিদায় নিচ্ছি’

0 164

নিয়ন্ত্রণ হারিয়ে বুরসা প্রদেশের ওসমানগাজির ওভাক্কা প্রাকৃতিক গ্যাস সাইকেল পাওয়ার প্ল্যান্টের একটি উঁচু তারে গিয়ে সজোরে ধাক্কা মারে জেট বিমানের একটি ডানা।

এর পরই আগুন ধরে যায় বিমানটিতে। সোজা মাটির দিকে নেমে আসতে থাকে বিমানটি। ক্ষণিকেই মাটিতে সজোরে আছাড় খেয়ে ভেঙে পড়ে ওই বিমান। মৃত্যু হয় বুরকু এবং হাকানের।

মৃত্যুর আগেও নিজের ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে ফলোয়ারদের জন্য শেষ বার্তা দিতে ভোলেননি বুরকু।

ঘটনার ঠিক আগে, বুরকুর ইনস্টাগ্রাম থেকে এই নিজস্বী ভিডিয়ো আপলোড করা হয়। শেষ ভিডিয়োতে ফলোয়ারদের প্রতি বুরকুর শেষ বার্তা ছিল, ‘‘আমি ইনস্টাগ্রাম থেকে চিরবিদায় নিচ্ছি।’’ ভিডিয়োর ক্যাপশনে লেখা ছিল ‘বিদায়’।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাড়ি ছেড়ে বেরোনোর আগে বুরকু বাবা-মাকে জানিয়েছিলেন যে, তিনি চাকরি খুঁজতে বাইরে যাচ্ছেন। মৃত্যুর খবর পাওয়ার আগে অবধি তাঁরা জানতেন না যে, মেয়ে বিমানে চেপে কোথাও যাচ্ছিল।

ইনস্টাগ্রামে আপলোড করা ওই ভিডিয়োর সময় দেখে পুলিশ মনে করছে, মৃত্যু অবশ্যম্ভাবী জানার পর এই নিজস্বী ভিডিয়ো আপলোড করেন বুরকু। এই কারণেই এত ছোট বার্তা দেওয়ার সময় তিনি পেয়েছিলেন।

কর্তৃপক্ষের তরফে এই ঘটনার তদন্ত করা আধিকারিকদের দল জানিয়েছে, মাটি থেকে প্রায় ১২০০ মিটার উচ্চতায় বিমানের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

অনুসন্ধান ও উদ্ধারকারী দল ওসমানগাজির ওই প্রাকৃতিক গ্যাস কারখানার কাছেই একটি ফাঁকা জায়গায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। ঘটনাস্থলের কাছেই বুরকু এবং হাকানের মৃতদেহও উদ্ধার করা হয় বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।

বুরসার মেয়র আলিনুর আকতাস জানিয়েছেন, কী কারণে বিমানটি ৩ লক্ষ আশি হাজার ভোল্ট লাইনের উপর দিয়ে উড়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ইনস্টাগ্রামে প্রভাবী হওয়ার পাশাপাশি রূপচর্চা নিয়ে গবেষণা করতেন বুরকু।

Leave A Reply

Your email address will not be published.