The news is by your side.

0 1,070

‘কণ্ঠ’: ওয়ার্ড অব মাউথ এক্সট্রা অর্ডিনারি

 

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি মানেই অন্য রকম আগ্রহ থাকে দর্শকের। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘কণ্ঠ’ও তার ব্যতিক্রম নয়। তাঁদের নিরাশ করেননি পরিচালক জুটি। অন্তত তেমনটাই মনে করছেন দর্শকদের একটা বড় অংশ। দর্শকদের যে এই ছবি ভাল লাগছে তার প্রমাণ মিলছে তাঁদের সিনেমা হলে যাওয়ার সংখ্যা দেখে।

‘কণ্ঠ’র ডিস্ট্রিবিউটার বাবলু দামানি বললেন, ‘‘কালেকশন প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন হান্ড্রেড পার্সেন্ট বেড়েছে। খুব ভাল রেসপন্স পাচ্ছি সব হল থেকেই। আজ তৃতীয় দিন। সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে বলে মনে হচ্ছে আমার।’’

পিভিআর প্রোগ্রামিং উজ্জ্বল বিশ্বাস শেয়ার করলেন, ‘‘কণ্ঠর রিভিউ খুব ভাল। ওয়ার্ড অব মাউথ এক্সট্রা অর্ডিনারি। আজ একটার শো ৯০ শতাংশ ভর্তি ছিল। বাকিগুলো ১০০ শতাংশ হাউজফুল।’’

স্বভাবতই এই সাফল্যে খুশি গোটা টিম। সেই ভাললাগাটুকু ভাগ করে নিলেন শিবপ্রসাদ। শুধু পরিচালনা নয়। এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। এ ছাড়া পাওলি দাম, জয়া আহসান, চিত্রা সেন, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

 

 

Leave A Reply

Your email address will not be published.