The news is by your side.

৯ মাসের মিশন শেষে পৃথিবীতে ফিরলো চীনের গোপন মহাকাশযান

0 111

 

কক্ষপথে ২৭৬ দিন পর পৃথিবীতে ফিরেছে চীনের একটি গোপন মনুষ্যবিহীন মহাকাশযান। পরীক্ষামূলক মহাকাশযানটি সোমবার (৯ মে) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ বেসে অবতরণ করে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মহাকাশযানটির কক্ষপথে ৯ মাসের দীর্ঘ যাত্রা এবং সফল প্রত্যাবর্তনকে পুনরায় ব্যবহারযোগ্য মহাকাশযান প্রযুক্তিতে চীনের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়।

মহাকাশযানটি আসলে কী ছিল, কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ক্রাফটটি কত উচ্চতায় উড়েছিল এবং এমনকি জাহাজটি কোথায় গিয়েছিল, এই বিবরণগুলো গোপন রাখা হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, চীনের গবেষণা ভবিষ্যতে আরও সুবিধা এবং কম খরচে রাউন্ড-ট্রিপ পদ্ধতির সঙ্গে মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারকে উপকৃত করবে। মহাকাশযানটি ২০২২ সালের আগস্টে উৎক্ষেপণ করা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.