২৯৬ কোটি ৬২ লাখ টাকায় ৯০ হাজার টন ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বুধবার (১৪ জুন) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেন।
কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কাফকো থেকে এসব সার কেনা হবে। এরমধ্যে বিসিআইসি কর্তৃক বাংলাদেশি প্রতিষ্ঠান কাফকো থেকে ১০৪ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৮৮৭ টাকার ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।
সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে ৯৪ কোটি ১৩ লাখ ৬৮ হাজার ৬১৭ টাকার ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনার সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া কাতারের মুনতাজাত থেকে ৯৮ কোটি ৫ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকার ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেছেন।