The news is by your side.

৭ বছর পর সৌদিতে ফের দূতাবাস খুলছে ইরান 

0 119

৭ বছর পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের দূতাবাস খুলছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুই মুসলিম দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ক স্থাপিত হতে যাচ্ছে।

সোমবার সৌদি আরবের রাজধানীতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ তথ্য জানিয়েছেন। খবর ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভির।

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, নাসের কানয়ানি রাজধানী তেহরানে সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, মঙ্গলবার (৬ জুন) ও বুধবার (৭ জুন) রিয়াদে ইরান দূতাবাস এবং জেদ্দায় ইরানি কনস্যুলেট আবার চালু করা হবে। একই সঙ্গে তিনি ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) ইরানের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ শুরু করবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, রিয়াদে অবস্থিত ইরানি দূতাবাস এবং জেদ্দায় ইরানি কনস্যুলেট নিজ দেশের হজ যাত্রীদের প্রয়োজনীয় কাজকর্ম দেখভাল শুরু করেছে।

গত ১০ মার্চ ইরান ও সৌদি আরব পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালুর সিদ্ধান্ত নেয়। পরে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইরান ও সৌদি আরবের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা। আর ৮ এপ্রিল ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

গত মাসে ইরান শীর্ষ কূটনীতিক আলী রেজা এনায়েতিকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। এরই ধারাবাহিকতায় সৌদিতে দূতাবাস খুলল তেহরান।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.