The news is by your side.

৭৬তম কান উৎসবে ঐশ্বরিয়ার লালগালিচা চমক!

0 125

বলিউডের অনেকেরই দেখা মিলেছে লালগালিচা হয়ে ভারতীয় প্যাভিলিয়নে। কিন্তু দেখা মিলছিল না ভারতের কাঙ্ক্ষিত বড় তারকা ঐশ্বরিয়া রাইয়ের। অথচ খবর মিলেছে, উদ্বোধনী দিনেই জেট বিমান থেকে কানে পা পড়েছে বচ্চন-বধূর, সঙ্গে কন্যা আরাধ্য বচ্চন।

সেই খবর গুজব হিসেবে ধরে নিয়ে হতাশায় ভুগছিল যখন পালে দে ফেস্টিভ্যালের বলিউডপ্রেমীরা, তখনই উৎসবের তৃতীয় দিনে এসে অ্যাশ চমকে দিলেন সবাইকে। ১৮ মে বিকালে (কানের স্থানীয় সময়) লালগালিচা যেন আরও গাঢ় হয়ে ধরা দিলো। যথারীতি এবারও ঐশ্বরিয়া দেখালেন ফ্যাশন চমক। যেমনটা গত তিন দিনে ধরা পড়েনি।

দুই দিন কানসৈকত ঘেঁষা হোটেলে অনেকটা নিভৃতে থেকে বিস্ফোরক হয়ে ধরা দেওয়ার মতোই ছিল ঘটনাটি। লালগালিচায় ঐশ্বরিয়া হাজির হলেন কালো-রূপালি লম্বা গাউন গায়ে জড়িয়ে। সেখানেও শেষ হলে এতটা মুগ্ধতায় ভাসতো না সাগরপাড়ের শহর। গাউনের সঙ্গে ম্যাচ করে বচ্চনবধূ মাথা ঢেকেছেন ভিন্নমাত্রার এক হুডিতে। সঙ্গে কোমর বরাবর লম্বা একটা ব্ল্যাক বো- যেন নতুন মাত্রা দিয়েছে রূপালি গাউন আর লালগালিচার সঙ্গে। এর সঙ্গে তার হাঁটা ও চাহনি ছিল ভুবন ভোলানো।

এ যেন অভিষেকেই ঐশ্বরিয়া চমক! না, আরাধ্যর বাবা বচ্চনপুত্র অভিষেক আসেননি কান কিংবা লালগালিচায়।

এবারই প্রথম নয়, এর আগে আরও ২০ বার কান-গালিচা মাড়িয়েছেন এই অভিনেত্রী। তবে ৭৬তম কান উৎসবে প্রথম ঝলকটা সত্যিই রাজকীয় হয়েছে ‌‘তাল’ নায়িকার ফ্যাশন চমকে। উৎসবের উদ্বোধনী আসরে (১৬ মে) ঠিক এমনই সোরগোল হয়েছিলো জনি ডেপকে ঘিরে। তার তিন দিনের মাথায় (১৯ মে) কানের লালগালিচায় যেন ফের প্রাণ ফিরে এলো ঐশ্বরিয়ার গেটআপে।

তবে এমন চমক জাগানো ফ্যাশন উপহার দিয়েও সমালোচনার মুখে পড়তে হলো ঐশ্বরিয়াকে। এদিন লালগালিচা থেকে হোটেলে ফেরার আগেই শুরু হলো মিশ্র প্রতিক্রিয়া। না, কানের পালে দে ফেস্টিভ্যালে নয়। এমন সমালোচনা শোনা যাচ্ছে সোশ্যাল হ্যান্ডেলে। নেটিজেনরা বলছেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মা-মনি (ঐশ্বরিয়া) শেষমুহূর্তে রান্নাঘর থেকে ফয়েল পেপার মাথায় মুড়ে লালগালিচায় এসে উঠলেন! এসবের বিপরীতে তার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

Leave A Reply

Your email address will not be published.