The news is by your side.

৭৬তম কান উত্সব: নজর কাড়বেন বলিতারকা!

0 113

সারাবিশ্বের বিখ্যাত তারকাদের পদচারণায় মুখর হওয়ার অপেক্ষায় ফ্রান্সের কান শহর। তারকারাও প্রস্তুতি নিচ্ছেন ৭৬তম কান উত্সবে পা রাখার।

আয়োজকরাও তাদের জন্য টিকেটের মূল্য এবং পোশাক নির্ধারণ করে দিলো। যারা উত্সবে যোগদানের জন্য আমন্ত্রণ পেয়েছেন তারা উত্সবটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারে আসরে ওয়েবসাইট ভিআইপি কন্সিয়ার অনুযায়ী প্রতি টিকেটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ছয় লাখ ৪০ হাজার টাকা।

যারা উত্সবে বিনামূল্যে যোগদান করতে চান তারা প্রতি সন্ধ্যায় ৯টা ৩০ মিনিট থেকে সিনেমা ডি লা প্লাজ ওয়েব পেজে ওপেন-এয়ার স্ক্রিনিং উপভোগ করতে পারবেন।

প্রতি আসরেই গ্ল্যামারাস রেড কার্পেট চেহারার জন্য অত্যন্ত পরিচিত এবং স্ক্রিনিংয়ের জন্য পোশাক কোড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে আয়োজকরা সেলিব্রেটিদের জন্য ড্রেস কোড নির্ধার এবারের আসরে পুরুষদের জন্য ডিনার জ্যাকেট বা কমপ্লিট স্যুট এবং নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে সান্ধ্য পোশাক। তবে নারীরা যেন নিজের মতো করে ড্রেসআপ করতে পারে সেজন্য কিছু অন্যান্য পোশাকও নির্ধারণ করা হয়েছে।

প্রতিবছরই কানে ভারতীয় তারকারা বিশেষ পোশাকে নজর কাড়েন। এবারের আসরেও ভারতীয় তারকাদের দিকে সিনেপ্রেমীদের কৌতুহলী চোখ থাকবে। এরইমধ্যে আনুশকা শর্মা এবং ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী বলিউড অভিনেত্রী মানুশি চিল্লার, ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুরসহ বেশ কয়েকজন তারকা কান যাত্রার কথা শোনা গেছে।

তবে ফ্যাশন সচেতন মানুশিকে ঘিরে বেশ কৌতুহল তৈরি হয়েছে। নিজের সৌন্দর্য আর ব্যতিক্রমী পোশাকে কানের রেড কার্পেটে তিনি চমক দেখাবেন বলেই মনে করছেন ভক্তরা।

 

Leave A Reply

Your email address will not be published.