The news is by your side.

৫ মে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

0 122

ফের জটিলতার মুখে হিন্দি ছবি ‘পাঠান’। আগামী ৫ মে এটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। কারণ ছবিটি এখনও বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়নি। তবে এটাও মূল কারণ নয়।

সিনেমা সংগঠনগুলোর মোর্চা চলচ্চিত্র সম্মিলিত পরিষদের আবেদনের প্রেক্ষিতেই ৫ মে মুক্তি পাচ্ছে না ছবিটি। এমনটাই জানান সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

এই সংগঠনের ব্যানারেই ভারতীয় ছবি বাংলাদেশে মুক্তির জোর আবেদন করা হয়। এবং তাতে সায় দেয় তথ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ৫ মে মুক্তির লক্ষ্যে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট থেকে মঙ্গলবার (২ মে) সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে ‘পাঠান’। তবে বোর্ডের সদস্যরা এখনও ছবিটি দেখেননি। তাছাড়া কবে দেখবেন, সেই তারিখও চূড়ান্ত হয়নি।

সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করলেন, ৫ মে ‘পাঠান’ মুক্তি সম্ভব নয়। কেননা ছবিটি এখনও বোর্ডে প্রদর্শিত হয়নি। খসরু বলেন, “আগামীকাল (৩ মে) দুটি ছবির শো আছে। এর মধ্যে একটি বাংলা, একটি ইংরেজি। তালিকায় ‘পাঠান’ নেই। এরপর বৃহস্পতিবার (৪ মে) সরকারি ছুটি। ফলে সেদিন সেন্সর বোর্ড বন্ধ থাকবে। এরমধ্যে চলচ্চিত্র সম্মিলিত পরিষদের পক্ষ থেকেও আবেদন করা হয়ে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর স্বার্থে ‘পাঠান’ এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য।”

প্রযোজক ও চলচ্চিত্র নেতা আরও জানান, এক সপ্তাহ পিছিয়ে ‘পাঠান’ আগামী ১২ মে মুক্তি পেতে পারে।

পুরো বিষয়টি নিয়ে ‘পাঠান’র আমদানিকারক অনন্য মামুনের মন্তব্য জানতে তাকে কল করলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

বলা প্রয়োজন, বহু বছর দেশে হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল। তবে অনন্য মামুনের আবেদনের প্রেক্ষিতে ফের বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন, তথ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে দফায় দফায় বৈঠক হয়। এবং সবশেষে গত ১১ এপ্রিল সরকার ঘোষণা দেয় যে, আগামী দুই বছরে উপমহাদেশের ২০টি ছবি আমদানি করা যাবে। তবে মানতে হবে কয়েকটি শর্ত। এর মধ্যে একটি হলো- আমদানিকৃত ছবি ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না।

সে কারণে ‘পাঠান’র মুক্তি ঈদের দুই সপ্তাহ পর ৫ মে নির্ধারণ করেন অনন্য মামুন। তবে ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো দর্শক সাড়া পাচ্ছে বিধায় এগুলোর নির্মাতা-প্রযোজকরা সংবাদ সম্মেলন করে অনুরোধ জানিয়েছেন, যেন হিন্দি ছবিটি আরও অন্তত দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। সেই অনুরোধ কিছুটা হলেও ফললো। এক সপ্তাহ পিছিয়ে গেল ‘পাঠান’।

‘পাঠান’ বিশ্বের শতাধিক দেশে মুক্তি পায় ২৫ জানুয়ারি। যা আয় করে এক হাজার ৫০ কোটি রুপি। এরমধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে ঝড় তুলে উঠেছে ওটিটি প্ল্যাটফর্মেও।

Leave A Reply

Your email address will not be published.