The news is by your side.

৫০ বসন্তে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার

0 128

 

৫০তম বসন্তে পা দেবেন শচীন টেন্ডুলকার। আগামী সোমবার (২৪ এপ্রিল) জীবনের অর্ধশত বছর পূর্ণ হবে লিটল মাস্টারের। সেদিন ঘরের মাঠ ওয়াংখেড়েতে ম্যাচ নেই মুম্বাইয়ের।

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে কিংবদন্তি এই ব্যাটারের জন্মদিন পালন করেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচের বিরতির সময় জন্মদিনের কেক কাটেন শচীন। কেক কাটার পর রবি শাস্ত্রীর সঙ্গে কথোপকথনে শচীন বলেন, ‘এটি আমার জীবনের ধীরগতির পঞ্চাশ কিন্তু সবচেয়ে পরিপূর্ণ এবং আকর্ষণীয়। উঠা-নামার মধ্য দিয়ে কেটে যাওয়া এক প্যাকেজ। তবে এই ফিফটি করাটা আমি পুরোপুরি উপভোগ করেছি। এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সর্বোপরি, এটি আমাকে ২৪ বছর ধরে ভারতের প্রতিনিধিত্ব করার সম্মান দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ক্রিকেট খেলার স্বপ্নটা শুরু হয়েছিল। ভারতের হয়ে এত বছর খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ১৯৮৯ থেকে খেলা শুরু করার পর এখন ২০২৩, ৩৪ বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত। এটাই আমার জীবনের সবচেয়ে ভাল সময়। যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে।’

Leave A Reply

Your email address will not be published.