The news is by your side.

৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্ধার্থ-কিয়ারা!

0 115

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন চলছিলো। সব জল্পনাকল্পনা শেষে নতুন বছরের শুরুতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা।

২০২৩ সালের ফেব্রুয়ারির ৬ তারিখে সাত পাকে বাঁধা পরবেন এই অভিনেতা-অভিনেত্রী। রাজস্থানের জয়সালমের প্যালেস হোটেলে বসবে তাদের বিয়ের আসর।

৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আনুষ্ঠানিকতা। বিবাহ পূর্ববর্তী অনুষ্ঠান মেহেন্দি, গায়ে হলুদ, সংগীত- সবধরনের আচার অনুষ্ঠান মেনেই সম্পন্ন হবে তাদের বিয়ে। আর তাই বিয়ে উপলক্ষে ৩ ফেব্রুয়ারি রাজস্থানে গিয়ে পৌঁছাবেন তারা।

‘শেরশাহ’ ছবিতে অভিনয়ের সুবাদেই প্রথম আলাপ হয় সিদ্ধার্থ-কিয়ারার। সেই আলাপ থেকে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

আর সেখান থেকেই প্রেমের শুরু। যদিও কিছুদিন আগে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠেছিলো। সে গুঞ্জন উড়িয়ে এবার সারাজীবনের জন্য এক হতে চলেছেন তারা।

 

 

Leave A Reply

Your email address will not be published.