The news is by your side.

৪৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0 119

গোপালগঞ্জে ৪৯ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি সভাস্থলে পৌঁছেছেন। এছাড়া সকাল ১০টা ২৫ মিনিটের সময় তিনি সড়ক পথে কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) যান। প্রায় পৌনে দুই ঘণ্টা সেখানে তিনি অবস্থান করেন।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি থেকে  জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী মঞ্চে আসার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। লাখো মানুষ তাদের উষ্ণ ভালবাসায় বরণ করে নেয় প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রীকে।

Leave A Reply

Your email address will not be published.