The news is by your side.

৪৬তম বিসিএস : প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা ৯ মার্চ

0 240

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ মার্চ দেশের বিভাগীয় শহরগুলোতে এই পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার হল, আসন ব্যবস্থাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ কর্ম কমিশন। যার আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.