The news is by your side.

৪০ এ বছরে পা রাখলেন জয়া আহসান

‘অর্ধাঙ্গিণী’জন্মদিনে জয়ার শ্রেষ্ঠ উপহার

0 152

 

১ জুলাই, শনিবার অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন। চলতি বছরে ৪০ বছরে পা রাখলেন জয়া। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

শুধু ভক্তরা নয়, সকাল থেকে সহকর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে।চলতি বছর জয়া আহসানের জন্মদিনটা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই স্পেশ্যাল। কারণ মাস খানেক আগেই মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘অর্ধাঙ্গিণী’।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় তৈরি ‘অর্ধাঙ্গিণী’ ছবিতে জয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কৌশিক সেন, চুর্ণী গঙ্গোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রাক্তন এবং বর্তমান স্ত্রীর সম্পর্কের টানাপোড়নের গল্প বলেছে এই ছবি। ছবিতে জয়ার অভিনয় নজর কেড়েছে অনুরাগীদের।

‘অর্ধাঙ্গিণী’ দেখতে বসে, অনেকেই নিজের জীবনের সঙ্গে এই ছবির গল্পের মিল খুঁজে পেয়েছেন। তাই দর্শকদের ভালোবাসায় এখনও সিনেমা হল গুলিতে এই ছবি হাউজফুল চলছে। বক্স অফিসে ইতিমধ্যেই বেশ ভালোই ব্যবসা করেছে ‘অর্ধাঙ্গিণী’। তাই স্বাভাবিক ভাবেই খুব খুশি অভিনেত্রী।

বয়স ৪০ এর দোরগোড়ায় গেলেও জয়া আহসানকে দেখে এক মুহূর্তের জন্য সেটা বোঝার উপায় নেই। বয়স যে কেবল মাত্র একটা সংখ্যা মাত্র, জয়াকে দেখলেই সেটি স্পষ্ট বোঝা যায়। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও জয়ার ফ্যান ফলোয়ারের সংখ্যা কম নেই।

অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও সব সময় শিরনামে থাকেন অভিনেত্রী। কাজের জন্য বিভিন্ন দেশ বিদেশে ঘুরতে হয় জয়াকে। ‘অর্ধাঙ্গিণী’-র প্রচারের জন্য ছবি মুক্তির এক মাস আগে থেকে কলকাতাতেই ছিলেন জয়া।

যদিও পদ্মা সুন্দরীকে একাধিকবার ব্যক্তিগত জীবন সম্পর্কে বহু প্রশ্নের মুখোমুখী হতে হয়। তিনি বর্তমানে সিঙ্গল কিনা, তা নিয়ে নেটিজেনের একাংশের কৌতুহলের শেষ নেই। জয়া যদিও এসব বিষয় কান না দিয়ে নিজের কেরিয়ারের দিকেই ফোকাস করতে চান। অনেকেরই জানা, জয়া একসময় জমিদার বাড়ির বউমা ছিলেন। বিয়ের ১৩ বছর পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল তাঁর।

খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন জয়া আহসান। পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন জয়া। চমক এখানেই শেষ নয়, এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সাঞ্জনা সাঙ্ঘিকে। অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় তৈরি হতে চলেছে জয়ার আপকামিং হিন্দি ছবি। টলিউডের মত বলিউডেও জয়ার নয়া ইনিংস যে সফল হবে, সেই বিষয় কোনও সন্দেহ নেই।

Leave A Reply

Your email address will not be published.