The news is by your side.

৩ মামলায় ওয়ারেন্ট থাকায় এ্যানীকে গ্রেপ্তার করা হয়েছে : ডিবিপ্রধান

0 238

৩ মামলায় ওয়ারেন্ট থাকায় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন-অর-রশীদ।

বুধবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা উল্লেখ করে ডিবিপ্রধান হারুন বলেন, ‘যে পর্যায়ের নেতাই হোক না কেন আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না।’

তিনি আরও বলেন, ‘আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যেকোনো ব্যক্তি। কারও বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকে তাকে আইনের আওতায় আনা হবে।’

ওয়ারেন্টের কথা এ্যানিকে থানা পুলিশ বারবার জানানো সত্ত্বেও তিনি হাজির হননি বলে এ সময় উল্লেখ করেন হারুন।

মঙ্গলবার রাতে ধানমন্ডি থেকে আটকের পর আজ বুধবার তাকে দুপুর ১২টায় আদালতে নেয় পুলিশ। বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.