The news is by your side.

৩৫ দিন পর দেশে ফিরেই বিজ্ঞাপন শুটিংয়ে সাকিব আল হাসান

0 150

 

শ্রীলংকায় টুর্নামেন্ট শেষ করে ফেরেননি দেশে। সেখান থেকে দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনে। সাকিব আল হাসান দেশে ফিরেছেন ৩৫ দিন পর। ফিরেই বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ দলের অধিনায়ক। মঙ্গলবার রাজধানীর বনশ্রীতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন সাকিব।

প্রশ্ন : আপনাকে আগের চেয়ে ফিট দেখাচ্ছে। বিশেষ কোনো ব্যাপার আছে কি?

সাকিব : হা হা (হাসি) আসলে চেষ্টা করছি যতটা ফিট থাকা যায়। যেহেতু সামনে আমাদের কয়েকটি সিরিজ ও বড় টুর্নামেন্ট। এখন ফিট থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক ম্যাচ থাকায় চোটে পড়ার ঝুঁকি বেশি।

প্রশ্ন : আপনার জার্সি নম্বর ৭৫ হলেও জার্সিতে রহস্যময় ৬৭ এবং ৭৮ নম্বর কেন?

সাকিব : আমার ভক্তদের জন্য একটা চমক আছে। এখনই সেটা বলছি না। এটা জানতে হলে চোখ-কান খোলা রাখতে হবে সবাইকে।

প্রশ্ন : বিদেশে থাকার সময় দেশকে কতটা মিস্ করেন?

সাকিব : যে কেউই দেশের বাইরে থাকলে দেশকে মিস করে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমিও মিস্ করি। দেশে ফিরে আসার পর এখন ভালো লাগছে।

প্রশ্ন : শ্রীলংকা থেকে দুবাই, সেখান থেকে ঢাকায় এসেই আবার বরিশাল। এত কিছু ম্যানেজ করেন কীভাবে?

সাকিব : ম্যানেজ হয়ে যায় আসলে। দীর্ঘদিন ধরে এভাবে কাজ করছি। এখন আর খুব বেশি সমস্যা হয় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে, মাঝে মাঝে একটু চাপে পড়ে যাই। তবে পেশাদার ক্রিকেটার হিসাবে আমাদের এগুলো ম্যানেজ করেই চলতে হয়। যেহেতু সময় আর খুব বেশি নেই। অল্প সময়ে সব কিছু ম্যানেজ করার একটা পথ তো বের করাই লাগে। একটু ব্যস্ততা থাকে। কিন্তু ভালোই লাগে এসব।

প্রশ্ন : শ্রীলংকায় খেলার অভিজ্ঞতা কেমন ছিল?

সাকিব : অবশ্যই ভালো ছিল। সামনে শ্রীলংকার বিপক্ষে আমাদের ম্যাচ রয়েছে এশিয়া কাপে। ওদের সঙ্গে খেললাম, উইকেট সম্পর্কে ধারণা হলো। ওদের খেলোয়াড়দের ব্যাপারেও ধারণা পেলাম।

 

Leave A Reply

Your email address will not be published.