The news is by your side.

৩৪ বছর ধরে শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ

0 136

সাদিয়া ইসলাম মৌ, ১৯৮৯ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিংয়ে পা রাখেন মডেল।

তিনি পারিশ্রমিক পেয়েছিলেন ১ লাখ টাকা; যা ওই সময়ে একটি রেকর্ড। তখন থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল।

৩৪ বছর ধরে শীর্ষ মডেল হিসেবে রাজত্ব করতে পারা একটি রেকর্ডই বটে! কিভাবে এত বছর এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা সম্ভব হলো, সেই নেপথ্যের গল্পগুলোই সাদিয়া ইসলাম মৌ বলেছেন।

১৯৯৫ সালের ৩ জুলাই প্রচার হয়েছিল মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাকে অভিনয়ে রাজি করানো হয়েছিল।

ঢালিউডের তারকা-নির্মাতাদের প্রায় সবাই মৌকে চেয়েছিলেন সিনেমার জন্য। বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন।

মৌ বলেন, ‘আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে এখন সিনেমায় কাজ করব।

Leave A Reply

Your email address will not be published.