The news is by your side.

৩১ পেরিয়ে ৩২ বছরে পা দিলেন অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়

0 124

নায়িকাদের বয়স জানা গেলেই যেন ঘোর অপরাধ হয়ে যায়। টালিগ়ঞ্জের এই নায়িকা অবশ্য এ সবের কোনও ধার ধারেন না।

৩১ পেরিয়ে ৩২ বছরে পা দিলেন অভিনেত্রী। এ কথা সামনে বলতে কোনও দ্বিধা নেই তাঁর।

‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালে নেতিবাচক চরিত্রে তাঁকে দেখছেন দর্শক। শুটিং, বাড়ি, বন্ধুদের নিয়ে জমজমাট ছিল সৈরিতির জন্মদিনের অনুষ্ঠান। বিশেষ দিন বলে শুটিংয়ে কোনও ছাড় নেই। তবে কাজের জায়গায় যদি বিশেষ আয়োজন হয়, তা হলে তো মন ভাল হয়ে যাওয়ারই কথা।

সৈরিতি বললেন, “আমার বন্ধুরা, পরিবারের সবাই আর টুম্পা অটোওয়ালির টিম মিলে আরও আনন্দে ভরিয়ে দিয়েছিল দিনটা। কী ভাবে যে সময়টা কেটে গেল বুঝতেই পারিনি। আমি মটন খেতে ভালবাসি। তাই আমার সব প্রিয় খাবারই রান্না হয়েছিল।”

তৃণা সাহা, নীল ভট্টাচার্য, সৈরিতির বহু দিনের বন্ধু। নীলের ইনস্টাগ্রামে দেখা গেল সৈরিতির জন্মদিনের বিশেষ পার্টির ছবি। রেস্তরাঁর আলো-আঁধারি পরিবেশে চুটিয়ে নেচেছেন তাঁরা। সঙ্গে অবশ্য ছিল তাঁর আরও কিছু বন্ধু। ‘টুম্পা অটোওয়ালি’ সিরিয়ালের সদস্যরাও হাজির হয়েছিলেন সেই পার্টিতে।

সৈরিতি বললেন, “প্রচুর ভাল উপহার পেয়েছি। আমার স্বামী একটা হিরের নেকলেস উপহার দিয়েছেন। তা ছাড়া বাকি বন্ধুরা দারুণ সব জামা, গয়না উপহার দিয়েছে। যেগুলো পরে অন্য জায়গায় পরব আমি।” সিরিয়ালের ব্যস্ততা এতটাই যে, আর কোনও কাজে মন দেওয়ার সময় নেই তাঁর। তাঁর কথায়, তিনি এই মুহূর্তে খুবই ‘হ্যাপি স্পেসে’।

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.