৩০ জুন ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। তার আগেই পরবর্তী গন্তব্য ঠিক করে ফেলেছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।
আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মেসি। শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে সম্পর্কের ইতি টেনে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেখানে এসে সমর্থকদের থেকে দুয়ো শুনতে হয়েছে সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে।
পিএসজি সমর্থকদের থেকে দুয়ো শোনা নিয়ে মুখ খুলেছেন মেসি। বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্যারিসে যাওয়ার কারণ ক্লাবটিকে আমার পছন্দ হয়েছিল। সেখানে আমার বন্ধুরা আছে। জাতীয় দল থেকেও অনেককে আমি চিনি। অন্য জায়গার চেয়ে সেখানে মানিয়ে নেওয়া আমার কাছে সহজ মনে হয়েছিল। সে কারণেই আমি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
আর সমর্থকদের থেকে দুয়ো শোনা প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘শুরুতে সবকিছু দারুণ ছিল। আমি দারুণ উৎসাহ পেয়েছিলাম, যা প্রায় সময়ই বলেছি। তবে এরপর লোকেরা আমার সঙ্গে ভিন্নভাবে আচরণ করা শুরু করে।
প্যারিসের বড় অংশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্যই সেটা আমার উদ্দেশ্য ছিল না। এ ধরনের ঘটনা এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও ঘটেছে। এটাই তাদের কাজ করার ধরণ। তবে আমি এখনও সেসব মানুষকে মনে রেখেছি, যারা আমাকে সমর্থন করেছে।’