The news is by your side.

২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিলেট চলচ্চিত্র  উৎসব

0 159

 

২৯ সেপ্টেম্বর থেকে সিলেট চলচ্চিত্র উৎসবের ৫ম আসর শুরু হতে যাচ্ছে। ৩ দিনব্যাপী উৎসবটি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। উৎসবে অনসাইট ও অনলাইন উভয় ধরনের কার্যক্রম রয়েছে বলে জানিয়েছে আয়োজক সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের ৫ম আসরে বিভিন্ন বিভাগে  ১১১টি দেশের ৩০৬৫টি চলচ্চিত্র থেকে বাছাইকৃত ১০৬টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা উৎসব উদ্বোধন করবেন। প্রতিবারের মতো এবারও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র উৎসব পরামর্শক ও চলচ্চিত্র বোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার।

উৎসবের শুরুর দিন মুহাম্মদ কাইয়ুম পরিচালিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া গবেষণাভিত্তিক তথ্যচিত্র নির্মাণ বিষয়ক একটি কর্মশালা, চলচ্চিত্র বিষয়ক মুক্ত আলোচনা ও সিলেটের সংস্কৃতি সংরক্ষণে চলচ্চিত্রের ভূমিকা শীর্ষক একটি অনলাইন আলোচনার আয়োজন রাখা হয়েছে। উৎসব শেষে ৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে বলে উৎসবটির সংগঠকরা জানিয়েছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সব্যসাচী নিলয় বলেন, ‘দীর্ঘদিন পর সিলেট চলচ্চিত্র উৎসব নিয়ে ফিরছি আমরা। নানান প্রতিকূলতাকে ঠেলে আমরা শেষ পর্যন্ত একটা সফল উৎসব আয়োজন করতে পারবো বলে বিশ্বাসী।’

উৎসবের জন্য গত ২৬ জানুয়ারি স্বল্পদৈর্ঘ্য (আন্তর্জাতিক) বিভাগে ৪৩টি, স্বল্পদৈর্ঘ্য (বাংলাদেশ) বিভাগে ২৮টি, প্রামাণ্যচিত্র বিভাগে ১৫টি, শিশু বিষয়ক চলচ্চিত্র বিভাগে ১০টি ও এনিমেশন বিভাগে ১০টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে।

২০১৭ সাল থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ স্বাধীনধারার চলচ্চিত্রকে উৎসাহ প্রদানের লক্ষ্যে সিলেট চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। গত আসরে ১১২টি দেশ থেকে ৩০৬১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়ে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন থাকায় গত আসরে নির্বাচিত ১০৯টি চলচ্চিত্র অনলাইনে প্রদর্শিত হয় এবং দেশ-বিদেশের সিনেমা জগতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.