The news is by your side.

২৯ জানুয়ারি রাজশাহীতে শেখ হাসিনার জনসভা

0 185

আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে রোববার (১ জানুয়ারি) রাতে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিশেষ সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২৯ জানুয়ারি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। আওয়ামী লীগ তৃণমূলের দল। তাই তৃণমূলের মানুষেরাই এই জনসভার মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ বার মৃত্যুর দুয়ার থেকে মহান সৃষ্টিকর্তার করুণায় ফিরে এসে বাংলাদেশের যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন, তা আমাদের কল্পনাতীত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যায়।

তিনি আরও বলেন, উন্নয়নে জাদুকর শেখ হাসিনা আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে জনসভা করার আশা ব্যক্ত করেছেন। রাজশাহীবাসীর সৌভাগ্য তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। রাজশাহী মহানগরের সকল স্তরের নেতাকর্মীদের এই জনসভা উপলক্ষ্যে নিজ নিজ এলাকায় ভূমিকা পালন করার জন্য আহ্বান জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.