The news is by your side.

২৭ জুলাই সংঘাতের কোনো আশঙ্কা নেই: ওবায়দুল কাদের

0 129

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সংঘাত চায় না। আওয়ামী লীগের পক্ষ থেকে সংঘাতের সম্ভাবনাও নেই। কিন্তু সমাবেশের নামে বিশৃঙ্খলা করলে জনগণের নিরাপত্তার স্বার্থে ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না। কিন্তু কেউ যদি তা করে তখন জনগণের জানমালের নিরাপত্তা দেবে আওয়ামী লীগ সরকার। দেশের ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। জনগণই আমাদের শক্তি। কাউকে ভয় পাই না। বিএনপির আন্দোলনের স্বপ্ন আবারও গোলাপবাগের মাঠে শেষ হবে।  আন্দোলনের নামে বিএনপি লাঠিসোটা আর কম্বল নিয়ে এসে পিকনিক পার্টি আগেও করেছে। কিন্তু আন্দোলন সফল হয়নি।

উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আব্দুল খালেকের সভাপতিত্বে পরিচিতি সভাটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা।

Leave A Reply

Your email address will not be published.