The news is by your side.

২৭ জুলাই রাজধানীতে আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশ  

0 117

 

যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন।

সোমবার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়।

বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছেন কি না, এমন প্রশ্নের জবাবে যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। রাজনৈতিক দল হিসেবে সহাবস্থানে থেকে শান্তিপূর্ণ কর্মসূচি করবো।

সাপ্তাহিক কর্মব্যস্ততার দিনে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করবে- এ বিষয়ে তিনি বলেন, আমরা একটি স্থান জানালাম। পরবর্তীতে সেটি পরিবর্তন করতে পারি।

গত ২২ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘তারুণ্যের সমাবেশ’ থেকে ২৭ জুলাই ঢাকায় ‘মহাসমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। অন্যদিকে আজ সোমবার বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে ‘তারুণ্যের জয়যাত্রার সমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল যুবলীগ। তবে সেই সিদ্ধান্ত রবিবারই পরিবর্তন করে সংগঠনটি। তারা জানায়, বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করবে যুবলীগ, যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Leave A Reply

Your email address will not be published.