The news is by your side.

২৬ সেপ্টেম্বর  বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

0 126

 

৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে ৫ সেপ্টেম্বরের ভেতর অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রাথমিক স্কোয়াড ঘোষণার সময় আগেই বেধে দিয়েছিল আইসিসি।

সেই মোতাবেক প্রাথমিক স্কোয়াড ঘোষণার শেষ দিন আগামীকাল। আর শেষ দিনই বাংলাদেশের সেই স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে।  ২৬ অথবা ২৭ সেপ্টেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যাচাই-বাছাই শেষে এরপর বিশ্বকাপের মূল দল আইসিসির কাছে দেবে বোর্ড। আর তাতেই সম্ভাবনা জাগে রিয়াদের বিশ্বকাপে খেলার।

সেই সম্ভাবনার দ্বার আরও একটু খুলে গেল সোমবার (৪ সেপ্টেম্বর) বোর্ড সভাপতির কথায়। ঘরের মাঠে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মাহমুদউল্লাহর খেলার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ যাওয়ার পর রিয়াদ ইস্যুতে সমালোচনার কাঠগড়ায় দাঁড়াতে হয় বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে। কেননা রিয়াদকে বাদ দেওয়ার পর তার জায়গায় কার্যকর কাউকে দাঁড় করাতে পারেনি বোর্ড।

এশিয়া কাপের দলটাকেই বিশ্বকাপের দল হিসেবে শুরুতে বোর্ড ঘোষণা দিলেও কিছুদিন পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে বিসিবি। মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবালসহ আট ক্রিকেটারকে নিয়ে বিশ্বকাপের জন্য বিশেষ পুল গঠন করে বোর্ড।

এখন প্রশ্ন উঠতে পারে নিউজিল্যান্ড সিরিজে জায়গা পেলেই কি বিশ্বকাপে জায়গা হয়ে গেল?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি তো জানি নিউজিল্যান্ড সিরিজে খেলবে রিয়াদ। ….. আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখব। এখানে অনেকে আছে যারা এই সিরিজে সুযোগ পাবে। এরপর আমরা দেখে বেস্ট পসিবল দলটাই ঘোষণা করব ২৬ তারিখ।’

Leave A Reply

Your email address will not be published.