The news is by your side.

২৫ জেলায় স্কুল-কলেজ ও মাদরাসা বন্ধ থাকবে শনিবার

0 106

চলমান তাপপ্রবাহের কারণে ঢাকাসহ দেশের ২৫ জেলায় আগামীকাল শনিবার বন্ধ থাকবে স্কুল, কলেজ ও মাদরাসা। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে।

 

Leave A Reply

Your email address will not be published.