The news is by your side.

২৪ ঘণ্টায় সারাদেশে ১০ যানবাহনে আগুন

0 171

বিএনপির ডাকা সপ্তম দফা অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় সারাদেশে বাস-ট্রাকসহ ১০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতা শুরুর পর থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ২১৮টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আগুন লাগানো হয়েছে কয়েকটি স্থাপনাতেও।

সোমবার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে , রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টার মধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় অগ্নিসংযোগের খবর এসেছে তাদের কাছে।

এর মধ্যে ঢাকা নগরে একটি, কিশোরগঞ্জে একটি, রাজশাহী নগর, নওগাঁ, দিনাজপুর ও নাটোরে ছয়টি, চট্টগ্রামের খাগড়াছড়িতে একটি এবং সিলেটে একটি অগ্নি নাশকতার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, ‘দুর্বৃত্তদের’ দেওয়া আগুনে পাঁচটি বাস আর চারটি ট্রাক পুড়েছে এবং একটি কভার্ডভ্যানে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ১৫ ইউনিটের ৭৫ জন সদস্য এসব ঘটনায় আগুন নেভানোর কাজ করেছেন।

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি দুই দফায় তিনদিন হরতাল এবং ৬ দফায় মোট ১৩ দিন অবরোধ করেছে। দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 

Leave A Reply

Your email address will not be published.