The news is by your side.

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ৯৬ জন হাসপাতালে ভর্তি

0 193

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ২৭ জন। তবে  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬ জন।

সোমবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতে আছেন ৩২৭ জন, আর বাকি ৭০ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ সময়ে ঢাকায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২১০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৮৭৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৪৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬৫ জন।

চলতি বছরের ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.