The news is by your side.

২০১৪-২০২২ সাল : জার্মানিতে ৮০০ মসজিদে হামলা

0 257

 

 

২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে ৮০০ এর বেশি মসজিদ হুমকি এবং হামলার লক্ষ্যবস্তু হয়েছে। মানবাধিকার সংস্থা ‘ব্রান্ডেইলিগের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে আনাদলু।

সংস্থাটি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানিতে মসজিদে হামলা, গুঁড়িয়ে এবং হুমকির ৮৪০ টি ঘটনা রেকর্ড করেছে।

মসজিদে এসব হামলার বেশিরভাগ হামলাকারীই ধরাছোঁয়ার বাইরে ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে দেশটিতে মসজিদে ১২০টি হামলার রেকর্ড করা হয়। এর মধ্যে কেবল ৯ টি হামলার হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে।

সংস্থাটির বিশেষজ্ঞরা এই হার উদ্বেগের কারণ উল্লেখ করে জানান, অন্তত ২০টি হামলার ক্ষেত্রে হামলাকারী মসজিদে অগ্নিসংযোগ, মুসল্লিদের হত্যা বা শারীরিক ক্ষতি করার উদ্দেশ্য ছিল।

বিশেষজ্ঞরা বলেন, সাধারণভাবে পুলিশ কর্মকর্তারা খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অনতিবিলম্বে তদন্ত শুরু করে। এরপরেও আজ অবধি প্রায় কোনো ঘটনারই সমাধান হয়নি।

রিপোর্টে বলা হয়েছে, দেশটিতে মসজিদে বেশ কয়েকটি হামলার পেছনে বামপন্থী চরমপন্থী এবং ওয়াইপিজি/পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর অনুসারীরা ছিল। তবে বেশিরভাগ হামলা চালিয়েছে দক্ষিণপন্থী চরমপন্থী বা নব্য-নাৎসি গোষ্ঠী।

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.