The news is by your side.

১ সেপ্টেম্বর বাংলাতে মুক্তি পাচ্ছে ‘এমআর নাইন’

0 145

 

গেল শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এমআর নাইন- ডু অর ডাই’ এর ইংরেজি ভার্সন। যার দরুণ চেনা চরিত্র হলেও ভাষাগত কারণে সাধারণ দর্শক কিছুটা দূরত্ব অনুভব করছিলেন!

এবার জানা গেছে, ‘এমআর নাইন’ এর বাংলা ভার্সন মুক্তি পাচ্ছে আগামি সপ্তাহে। এমনটা নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

আগে থেকেই প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছিলো, বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনায় নির্মিত ‘এমআর নাইন’ সিনেমাটি  ইংরেজির পাশাপাশি বাংলাতেও দেখা যাবে। ফলে দেশের দর্শক ধরেই নিয়েছিলেন, প্রথম দিন থেকেই বাংলায় মাসুদ রানাকে পর্দায় দেখবেন। কিন্তু ২৫ আগস্ট দেশের যে কয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, সবখানেই দেখা গেছে ইংরেজি ভার্সনটি! ভাষাগত কারণে অনেক দর্শককেই সামাজিক মাধ্যমে উষ্মা প্রকাশ করতে দেখা গেছে।

একই দিনে বাংলাদেশ ছাড়াও কানাডা ও আমেরিকার দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘এমআর নাইন’। প্রযোজনা সংস্থা কানাডা-আমেরিকার মতোই দেশের প্রেক্ষাগৃহে ইংরেজি ভার্সনটি মুক্তি দিয়ে দেখতে চেয়েছিলেন! তারা মনে করেছিলেন, বাংলাদেশে বহু দর্শক হলিউড সিনেমা দেখে অভ্যস্ত। মাল্টিপ্লেক্সগুলোতেও নিয়মিত হলিউডের নতুন ছবি মুক্তি দেয়া হয়! এই শ্রেণিটাই টার্গেট ছিলো তাদের!

ছবিটির প্রযোজক আবদুল আজিজ জানিয়েছেন, বাংলা ডাবিং সম্পন্ন হয়েছে। তিনি বলেন, আজ ‘এমআর নাইন’ এর বাংলা ভার্সনটির সেন্সর সার্টিফিকেট পেয়েছি। এখন বাংলাদেশের দর্শক মাসুদ রানা এর এই সিনেমাটি বাংলায় দেখতে পারবেন।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব প্রেক্ষাগৃহে ‘এমআর নাইন’ বাংলা ভাষায় মুক্তি পাবে।

কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ সিরিজের ‘ধ্বংস পাহাড়’ উপন্যাস অবলম্বনে ঢালিউড-হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘এমআর নাইন’ । ৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। এ ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী প্রধান, শহীদুল আলম সাচ্চু,মাইকেল জেই হোয়াইট, নিকো ফস্টার, ম্যাট পাসমোর, কেলি গ্রেসন, ফ্রাঙ্ক গ্রিলো প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.