The news is by your side.

১৫ স্যুটকেস নিয়ে সপরিবারে বার্সেলোনায় মেসি!

0 104

পিএসজির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকার আবার বার্সেলোনায় ফেরার গুঞ্জন চলছে। বার্সা তাকে ক্যাম্প ন্যুতে ফেরাতে চায়। মেসিও ঘরে ফিরতে আগ্রহী। বার্সা আর্থিক সংকটে থাকায় ওই চুক্তির ভবিষ্যত নিয়ে বেশ অনিশ্চয়তা আছে।

এর মধ্যে মেসির ক্যাম্প ন্যুতে ফেরার গুঞ্জনে নতুন হাওয়া দিয়েছে। সংবাদ মাধ্যম স্পোর্ত’র সাংবাদিক জেরার্ড রোমেরো জানিয়েছেন, ছুটি কাটাতে স্ত্রী-সন্তান নিয়ে বার্সায় এসেছেন মেসি। এ সময় তার সঙ্গে ছিল ১৫টি স্যুটকেস।

মেসি শনিবার এল প্রাত এয়ারপোর্টে নামেন। সেখানে তিনি খুব কাছের ক’জনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মেসি তার দীর্ঘদিনের দেহরক্ষী ও নিরাপত্তা উপদেষ্টা পেপে কস্তার সঙ্গে সাক্ষাৎ করেন। মেসির বার্সায় নামার অপেক্ষা করছিলেন তিনি।

মেসির এই বার্সায় আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। বার্সা কর্তৃপক্ষের সঙ্গে তিনি ক্যাম্প ন্যুতে ফেরার সম্ভাব্যতা নিয়ে আলাপ করতে পারেন। অথবা তার বাবা হোর্হে মেসির মাধ্যমে আলোচনা হতে পারে। তবে মেসি এই মুহূর্তে দলবদল নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চান না বলেও দাবি করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.