হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের ভোল্ট থেকে ১৫ কোটি টাকা মূল্যের ১৫ কেজি স্বর্ণ গায়েব হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
রোববার দুপুরের দিকে ভোল্ট থেকে স্বর্ণ চুরির বিষয়টি জানাজানি হয়। পুলিশ বলছে, এটি কোনো সাধারণ ভোল্ট না। সাধারণ কোনো ব্যক্তি বা চোরের চুরি করা সম্ভব নয়। এছাড়া পুরো এলাকাটি সিসি ক্যামেরার নজরদারিতে।
বিমানবন্দরের ভেতরে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ স্থানের পাশেই রয়েছে কাস্টমসের গুদাম।
কাস্টমস হাউসের গুদামটিতে বিমানবন্দরে কর্তব্যরত ঢাকা কাস্টমস হাউস, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ অন্যান্য সংস্থাগুলোর জব্দকৃত মালামালগুলো এখানে রাখা হয়।
ঢাকা কাস্টম হাউসের কমিশনার একেএম নুরুল হুদা আজাদ গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে কাস্টমস কর্মকর্তারা তদন্ত করছেন, তদন্তের পর মামলা করা হবে।
সোনার অলংকার ও সোনার বার মিলিয়ে প্রায় ১৫ কেজি সোনা কাস্টমসের গুদামের একটি আলমারিতে বাক্সের মধ্যে সংরক্ষিত ছিল। কাস্টমসের গুদামের আলমারি ভেঙে চুরি করা হয়েছে বাক্সটি। কীভাবে এই সোনা গায়েব হয়েছে, তা জানতেই এখন বিমানবন্দরে বিভিন্ন সংস্থা কাজ করছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত ওসি মো. আজিজুল হক বলেন, কাস্টমস হাউসের ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।