আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক তিন দলের জন্য ৬টি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মিত্র হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দু’টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদে তিনটি ও জাতীয় পার্টিকে একটি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।
রবিবার নির্বাচন কমিশনকে প্রার্থিতা তালিকা জমা দেওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
এই ছয়টি আসনে ১৪ দলের শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ ও রাজশাহী-২ আসন থেকে ফজলে হোসেন বাদশা নির্বাচন করবেন। এছাড়া কুষ্টিয়া-২ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, লক্ষ্মীপুর-৪ মোশারফ হোসেন এবং বগুড়া-৪ রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন। এছাড়া জেপির আনোয়ার হোসেন মঞ্জু ১৪ দলের প্রার্থী হিসেবে পিরোজপুর-২ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।