The news is by your side.

১৩ বছর পর কলকাতায় সলমন খান: এলেন, দেখলেন, জয় করলেন!

0 104

‘সোয়াগত নেহি কারোগে হামারা?’ চুলবুল পাণ্ডের বিখ্যাত ডায়লগ দিয়ে মঞ্চে আবির্ভাব সলমন খানের। গোল গলা, গাঢ় নীল টি শার্ট, ডেনিম, উপরে কালো লেদার জ্যাকেট। মুখে হালকা দাড়ি। অনুষ্ঠান শুরু হওয়ার ১ ঘণ্টা ১৫ মিনিট পরে মঞ্চে উঠলেন ভাইজান। ঘড়ির কাঁটা প্রায় ৮টা ১০ মিনিট ছুঁইছুঁই। তার আগে স্ক্রিনে চলল সলমনের বলিউড যাত্রার সংক্ষিপ্ত ভিডিয়ো। কারও কাছে তিনি ভাইজান। কারও কাছে সুলতান। কারওর টাইগার তো কারও চুলবুল পাণ্ডে। সবটাই ফুটে উঠল এভিতে। সল্লু মিঞা মঞ্চে ওঠার আগে ইস্টবেঙ্গল মাঠে মায়াবী পরিবেশ। লাল-হলুদ তাঁবুর গ্যালারিতে জ্বলল মোবাইল জোনাকি। আবির্ভাবেই ফিরিয়ে নিয়ে গেলেন নয়ের দশকে।

শুরুতেই ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ ছবির বিখ্যাত গান ‘ওহ ও, জানে জানা’ দিয়ে শুরু। আজ আর খালি গায়ে নয়। তবে গিটার হাতে ছিল। তারপর একে একে ‘দিল দিওয়ানা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘জওয়ানি ফির না আয়ে’, ‘মুন্নি বদনাম হুই’, ‘ডুব যায়ুঁ ম্যায় আঁখো কি রওশান ম্যায়’, ‘বেবি কো বেস পসন্দ হ্যায়’, ‘সোয়াগ সে কারেঙ্গে সব কা সোয়াগত’ চলল। তাতেই মাতোয়ারা কলকাতা। ভাইজানের সঙ্গে নাচল ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত সলমন-ভক্তরা।‌

প্রায় হাজার পনেরো দর্শকের উপস্থিতি। দুই দফায় পারফর্ম করেন সলমন। দ্বিতীয়বার সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগড়ের সঙ্গে রোমান্টিক নাচ।

লিস্টে ছিল ‘তেরি মেরি, মেরি তেরি প্রেম কাহানি’, ‘দিল দিওয়ানা’, ‘চাঁদ ছুপা বাদল ম্যায়’, ‘তেরে মস্ত মস্ত দো নয়ন’, ‘হ্যাংওভার তেরে আঁখো কা’‌। স্বপ্নের নায়ককে হাতের নাগালে পেয়ে আবেগ চেপে রাখতে পারলেন না দর্শকরা। নাচল গ্যালারিও। বলিউডের অ্যাকশন হিরোকে রোম্যান্টিক মেজাজেও পেল কলকাতা। জ্যাকেট খুলে জ্যাকলিনকে কাছে টেনে নেন। একইসঙ্গে নাচেনও। বললেন, ‘কলকাতা ইজ টু হট, আই লাভ ইট।’ মঞ্চে ভাইজানকে জড়িয়ে ধরেন এক অনুরাগী। তাতে লজ্জাও পান সলমন।

ঠিক তিন ঘণ্টার অনুষ্ঠান। প্রথমেই পূজা হেগড়ের নাচ। ‘কিসি কা ভাই, কিসি কি জান’ ছবির বেশ কয়েকটা গানের সঙ্গে কোমর দোলালেন।

‘লাভযাত্রী’, ‘অন্তিম-দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার গানের সঙ্গে পারফর্ম করলেন আয়ুশ শর্মা। ‘কিক’, ‘রেস ২’ ছবির জনপ্রিয় গানের সঙ্গে লাস্যময়ী নাচ জ্যাকলিন ফার্নান্ডেজের। ‘উর্বশী উর্বশী’ এবং ‘রঙ্গবতী’ নাচে মাতিয়ে দেন প্রভুদেবা। সলমনের পর সবচেয়ে উপভোগ্য পারফরম্যান্স সোনাক্ষী সিনহার। ‘গন্ধি বাত’, ‘গো গোবিন্দ’, ‘শাড়ি কা ফলস’, ‘মাঙ্গনা’তে নাচিয়ে দিলেন দর্শকদের। বাংলায় বললেন, ‘কেমন আছ কলকাতা। আমি তোমাকে খুব ভালবাসি।’ এখানেই শেষ নয়, একের পর এক জনপ্রিয় গান গাইলেন গুরু রান্ধাওয়া।‌ শেষে প্রভুদেবা, সোনাক্ষী, জ্যাকলিন, পূজার সঙ্গে ম্যাশআপ সলমনের।

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.